বিসমিল্লাহির রহমানির রহীম
সন্তানকে মানুষ করতে অভিভাবকগণ সবসময়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে বেড়ান। সিলিমপুর সডিএ আবাসিক এলাকায় নিয়মিত স্কুলের বাইরে শিক্ষার্থীদেরকে নিয়ে সুপরিকল্পিত টিচিং-লার্নিং কার্যক্রম পরিচালনায় সিলিমপুর সিড়িএ হযরত উমর (রা.) মডেল মাদ্রাসার জুড়ি নেই। প্রতিষ্ঠানটির সার্বক্ষণিক গবেষণা ও কর্মপরিকল্পনা এতই সন্তোষজনক যে, বৈশ্বিক করোনার প্রতিকূল পরিবেশেও তার গতি ও পথচলা আদৌ থেমে থাকে নি। সিলিমপুর সিড়িএ হযরত উমর (রা.) মডেল মাদ্রাসার শিক্ষা উপকরণ, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা এবং পরীক্ষা ব্যবস্থাপনা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে এর ম্যানেজিং ডিরেক্টর (এম.ডি.) জনাব অধ্যাপক মো.আমজাদ হোসাইন সিলিমপুর সডিএ আবাসিক এলাকায় একটি শিক্ষা-নক্ষত্রের নাম। আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম ও আছি। কিন্তু সিলিমপুর সিড়িএ হযরত উমর (রা.) মডেল মাদ্রাসায় সময় দিতে সত্যিই আমি নিজেকে গর্বিত ও ভাগ্যবান মনে করছি।