Voice of Headmaster
ম্যানেজিং ডিরেক্টরের বাণী

বিসমিল্লাহির রহমানির রহীম

শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন অচল, শিক্ষা ছাড়া জাতি তেমন অচল। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার এরূপ বাস্তব পরিবর্তনের জন্য প্রয়োজন সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন ও সুশিক্ষিত হওয়া। আমাদের উদ্দেশ্য হলো- প্রচলিত বৈষয়িক শিক্ষার পাশাপাশি প্রকৃত দ্বীন শিক্ষা ও তার অনুশীলনের মাধ্যমে এমন ছাত্র/ছাত্রী গড়ে তোলা যারা হবে সুশিক্ষিত।

প্রিয় সচেতন অভিভাবক বৃন্দ।

“প্রত্যেক প্রাণি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে”। আমরা কেউ চিরস্থায়ী থাকব না। আমাদের পৃথিবীতে আসার সময়টা যেমন আনন্দের ও সুখের হয় তেমনি সৎ ও যোগ্য সন্তান রেখে যেতে না পারলে তা হয়ে যায় দুখের ও ঘৃণার। মহানবী (স:)বলেন- ‘একজন নেক সন্তান প্রত্যেকটি মানুষের জন্য সদকায়ে জারিয়া’। তাই আপনাদের প্রতি আমাদের সৎ পরামর্শ, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে একজন নেককার, সৎ, বিনয়ী, নিরহংকার, পরোপকারী, দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেয়া জরুরী। ইনশা আল্লাহ, আমাদের বিশ্বাস বাইতুর রাসূল (সাঃ) মাদরাসা আপনার প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।

অর্থ আমাদের প্রয়োজন মিটায় বটে কিন্তু আত্মার শান্তি দেয় না। আর সন্তান আমাদের ভালবাসা এবং পৃথিবীতে রেখে যাওয়া প্রতিনিধি। যার প্রতিটি ভুল ও শুদ্ধ কার্যক্রমের হিসাব পরকালে বাবা মাকে দিতে হবে। আশা করি তাদের মাধ্যমেই আমরা সক্ষম হবো একটি প্রত্যাশিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে। আল্লাহ আমাদের সহায় হউন- আমীন।

 

 

Follow us @Facebook
Visitor Info
100
as on 21 Oct, 2025 01:32 AM
©EduTech-SoftwarePlanet